আফগানিস্তান বিষয়ে আবারও তালেবানের সাথে বৈঠকে বসতে যাচ্ছে আমেরিকা

0

আফগানিস্তানে নানা সংকট নিরসনে আগামী সপ্তাহে কাতারে আবারও বৈঠকে বসতে যাচ্ছে আমেরিকা ও তালেবান।

মঙ্গলবার (২৩ নভেম্বর) মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস এই তথ্য জানান।

তিনি বলেন, আফগানিস্তান বিষয়ক মার্কিন বিশেষ প্রতিনিধি টম ওয়েস্টের নেতৃত্বে তালেবান সদস্যদের সাথে দুই সপ্তাহব্যাপী বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে দুই দেশের গুরুত্বপূর্ণ জাতীয় স্বার্থ বিষয়েও আলোচনা হবে বলে জানান তিনি।

মানবিক সহায়তা, বিপর্যস্ত অর্থনীতি পুনরুদ্ধার ও আফগানিস্তানে অবস্থানরত মার্কিন নাগরিকদের সরানোসহ গুরুত্বপূর্ণ আলোচনা হবে বৈঠকে। এর আগে অক্টোবরে কাতারের দোহায় মার্কিন কূটনীতিক ও তালেবানের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com