আজ দিল্লিতে মমতা-সোনিয়া বৈঠক, বুধবার মোদির সঙ্গে দেখা হবে মুখ্যমন্ত্রীর
কয়েকমাসের ব্যাবধানে ফের রাজধানী দিল্লিতে মঙ্গলবার বৈঠক হবে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর। কয়েকমাস আগের সেই ফিল গুড ফ্যাক্টর অবশ্য এখন নেই। ভোট সমীকরণের ক্ষেত্রে তৃণমূল ও কংগ্রেস এখন দুই মেরুতে। মঙ্গলবারের বৈঠকে দুই রাজনৈতিক দলের সমঝোতার কোনও নতুন ফর্মুলা বের হয় কিনা তার দিকে নজর রাখছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।
মমতা সোমবারই দুদিনের সফরে দিল্লি এসেছেন। থাকবেন দুদিন। বুধবার তাঁর দেখা হওয়ার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে। বৃহস্পতিবার কলকাতায় ফিরবেন মমতা।
দিল্লিতে মমতা উঠেছেন ১৮৩ নম্বর সাউথ এভিনিউতে অভিষেকের বাংলোয়। গত রাতে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল মমতার সঙ্গে সাক্ষাৎকার করেন। বিদ্যুৎ বিভ্রাটে সোমবার রাতে অভিষেকের বাড়ি সহ সাউথ এভিনিউর বিস্তীর্ণ অঞ্চল নিষ্প্রদীপ থাকে।