দেড় বছরে মার্কিনীদের গালে ছয়বার চপেটাঘাত করেছি: ইরান
গত দেড় বছরে পারস্য উপসাগরে সৃষ্ট বিভিন্ন সংঘাতে ইরানি সেনাবাহিনী মার্কিনীদের গালে এ পর্যন্ত ছয়বার চপেটাঘাত করেছে বলে মন্তব্য করেছেন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর নৌ ইউনিটের প্রধান রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাংসিরি।
তিনি দেশটির তেহরানে অবস্থিত সাবেক মার্কিন দূতাবাস কার্যালয়ে স্বেচ্ছাসেবী বাহিনী বাসিজের একদল শিক্ষার্থীর সামনে দেয়া বক্তৃতায় এই কথা বলেন।
আলী রেজা তাংসিরি বলেন, ‘ইরানের যুবকদের পারস্য উপসাগরের গুরুত্ব সম্পর্কে জানা উচিত এবং বাস্তবতা হচ্ছে আমাদের দেশ কৌশলগতভাবে এর ভৌগলিক গুরুত্ব অনেক বেশি। এই গুরুত্বের কারণেই আমরা গত ১৮ মাসে বিভিন্ন সংঘাতে মার্কিনীদের ছয়বার চপেঘাত করতে সক্ষম হয়েছি, যেগুলোর বেশিরভাগ এখনো গণমাধ্যমে প্রকাশিত হয় নি।’
ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র নৌ ইউনিটের মাধ্যমে গত মাসে ওমান সাগরে ইরানি তেল চুরির মার্কিন চেষ্টা রুখে দেয়ার ঘটনাকে সর্বশেষ চপেটাঘাত হিসেবে উল্লেখ করেন এডমিরাল তাংসিরি। সেসময় রফতানির জন্য একটি জাহাজে করে ইরানি তেল নিয়ে যাওয়া হচ্ছিল।
এ সময় মার্কিন বাহিনী এটির গতিরোধ করে এবং জাহাজ থেকে ইরানি তেল খালাস করে অন্য আরেকটি জাহাজে ভরে তা অন্যত্র নিয়ে যাওয়ার চেষ্টা চালিয়েছিল। সূত্র: পার্সটুডে