ঘণ্টাখানেকের জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কমলা
প্রথম ভারতীয় বংশোদ্ভূত হিসেবে আমেরিকার প্রেসিডেন্ট হলেন কমলা হ্যারিস। তবে মাত্র ১ ঘণ্টা ২৫ মিনিটের জন্য। শুক্রবার রুটিন স্বাস্থ্যপরীক্ষা করতে অজ্ঞান করা হয়েছিল প্রেসিডেন্ট জো বাইডেনকে। ওই সময়টুকু প্রেসিডেন্ট পদে ছিলেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট।
হোয়াইট হাউস সূত্রে খবর, স্থানীয় সময় সকাল ১০টা ১০ মিনিট থেকে ১১ টা ৩৫ পর্যন্ত প্রেসিডেন্টের দায়িত্ব সামলেছেন কমলা। প্রেস সেক্রেটারি জেন পিসাকি জানিয়েছিলেন, ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিক্যাল সেন্টারে কোলনোস্কপি করাবেন বাইডেন। এই রুটিন পরীক্ষার জন্য তাকে অজ্ঞান করা হবে। ওই সময় সংবিধানের নিয়ম অনুসারে প্রেসিডেন্ট পদে থাকবেন কমলা। অর্থাৎ তার হাতেই থাকবে মার্কিন সামরিকবাহিনী ও পরমাণু অস্ত্র ভাণ্ডারের সম্পূর্ণ নিয়ন্ত্রণ।
তবে এই প্রথম নয়, সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লু বুশের জামানাতেও একই কারণে ভাইস প্রেসিডেন্টের ওপর দায়িত্ব অর্পণের নজির রয়েছে।
সূত্র : বর্তমান