আবারও গৃহবন্দি মেহবুবা মুফতি

0

জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও পিডিপি নেত্রী মেহবুবা মুফতিকে ফের গৃহবন্দি করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) মেহবুবা নিজেই টুইট করে বিষয়টি জানিয়েছেন।

শ্রীনগরের হায়দরপোরা হত্যাকাণ্ড নিয়ে সরব হওয়ার পর গৃহবন্দি করা হয়েছে বলে তার অভিযোগ। সেই সঙ্গে তিনি বলেছেন, তার দলের দুই নেতা সুহেল বুখারি ও নাজমু সাকিবকে গ্রেফতার করা হয়েছে।

টুইটের সঙ্গে মেহবুবা তার বাড়ির বাইরের ছবিও পোস্ট করেছেন।  তাতে দেখা যাচ্ছে তালাবদ্ধ সদরের বাইরে পুলিশের গাড়ি দাঁড় করানো রয়েছে।

এদিকে মেহবুবার গৃহবন্দিত্ব নিয়ে জম্মু-কাশ্মীর প্রশাসন সরকারিভাবে কোনও মন্তব্য করেনি।

এর আগে গত বছর ফেব্রুয়ারিতে তাকে জন নিরাপত্তা আইনে আটক করা হয়। আটকের পর তার বাসভবন ফেয়ার ভিউয়ে স্থানান্তরিত করা হয় মেহবুবাকে। সেই বাসভবনকে অস্থায়ী জেলে পরিণত করা হয় এবং সেখানেই গৃহবন্দি করে রাখা হয় পিডিপি নেত্রীকে। ওই বছর ১৩ অক্টোবর মেহবুবাকে মুক্তি দেওয়া হয়।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com