এরদোগানের প্রতি কৃতজ্ঞতা জানালেন ইসরাইলের প্রধানমন্ত্রী

0

গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক ইসরাইলের দম্পতিকে ছেড়ে দেওয়ায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নাফতালি বেনেট।

ইসরাইলের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী যৌথ বিবৃতিতে এরদোগানের প্রতি কৃতজ্ঞতা জানান। খবর হুররিয়াত ডেইলি নিউজের।

এর আগে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগানের বাড়ির ছবি তোলায় গুপ্তচরবৃত্তির অভিযোগে ওই দম্পতিকে আটক করা হয়।

আটকের পর তারা গুপ্তচর নয় বলে দাবি করেন ইহুদিবাদী দেশটির প্রধানমন্ত্রী নাফতালি বেনেট।

মার্কিন গণমাধ্যম এবিসি নিউজ জানায়, মরদি ও নাতালিয়ে ওকনিন ইসরাইলে ফিরে আসার পর পরিবারের সদস্যরা তাদের শুভেচ্ছা জানান। এরপর বাড়ির ব্যালকনি থেকে নাতালিয়ে তাদের মুক্তির বিষয়ে যারা কাজ করেছেন সবাইকে ধন্যবাদ জানান।

ইসরাইলের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী যৌথ বিবৃতিতে কৃতজ্ঞতা জানিয়ে বলেন, দুই ইসরাইলিকে মুক্তি দেওয়ায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান ও দেশটির সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

তবে এখন পর্যন্ত এ বিষয়ে তুরস্ক কোনো বিবৃতি দেয়নি।

শুক্রবার ইস্তান্বুলের কামলিকা টাওয়ার থেকে ওই দম্পতি এরদোগানের বাড়ির ছবি তোলেন। টাওয়ারের রেস্টুরেন্ট বিভাগের এক কর্মচারী তাদের ছবি তুলতে দেখে পুলিশকে জানান। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ হাজির হয়ে তাদের আটক করে।

সাম্প্রতিক সময়ে বিদেশি গুপ্তচর আটক নিয়ে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে তুরস্কে।

অক্টোবরেও বেশ কয়েকজন ব্যক্তিকে গ্রেফতার করে তুরস্কের জাতীয় গোয়েন্দা সংস্থা। তাদের বিরুদ্ধে অন্য দেশের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয়।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com