নতুন এফ-১৬ জঙ্গিবিমান উন্মোচন করল তাইওয়ান

0

তাইওয়ানের স্বঘোষিত সরকার তাদের সামরিক বাহিনীতে যুক্ত করল নতুন ধরনের অত্যন্ত উন্নতমানের এফ-১৬ জঙ্গিবিমান। চীনের সাথে চলমান উত্তেজনার মধ্যেই এ যুদ্ধবিমান উন্মোচন করল দেশটি।

তাইওয়ানের যুদ্ধ ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়ানোর লক্ষ্যে এই পদক্ষেপ নিয়েছে তাইপে সরকার।

বৃহস্পতিবার তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন নতুন ভার্সনের এফ-১৬ জঙ্গিবিমানের প্রথম স্কোয়াড্রন উন্মোচন করেন। আমেরিকার সহযোগিতায় এসব বিমানের কারিগরি ও প্রযুক্তিগত উন্নয়ন ঘটানো হয়েছে।

মার্কিন সামরিক সহযোগিতার জন্য ওয়াশিংটনের প্রশংসা করে সাই ইং বলেন, জঙ্গিবিমান উন্নতকরণ প্রকল্পের মধ্যদিয়ে তাইপে এবং ওয়াশিংটনের মধ্যকার অংশিদারিত্বের প্রমাণ ফুটে উঠেছে।

তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, যতক্ষণ পর্যন্ত আমরা গণতন্ত্র ও স্বাধীনতার মূল্যবোধের প্রতি অনুগত থাকবো ততক্ষণ পর্যন্ত আমাদের মতো অনেক দেশ এই কাতারে এসে দাঁড়াবে।’

প্রসঙ্গত, চীনের নিয়ন্ত্রণ থেকে বের হতে ক্রমেই স্বাধীনতার দাবি জোরদার করছে তাইওয়ান। এ জন্য যুক্তরাষ্ট্রের সর্বাত্মক সহযোগিতা চায় দেশটি। এ নিয়ে চীনের সাথে তাইওয়ান ও যুক্তরাষ্ট্রের এক ধরনের স্নায়ুযুদ্ধ চলে আসছে। পার্সটুডে

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com