খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে, তাঁর কিছু হলে দায়ভার সরকারকেই নিতে হবে: আফরোজা আব্বাস

0

অসুস্থ খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে গণভবনে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরোজা আব্বাস।

তিনি বলেছেন, দেশের সাধারণ জনগণ হিসেবে একজন রাষ্ট্রপ্রধানের কাছ থেকে এমন বক্তব্য আশা করা যায় না। মানবিক দিক দিয়ে চিন্তা করলেও এটা ভাবা যায় না। প্রধানমন্ত্রীর বক্তব্য এমন হওয়া উচিত নয়। আমাদের দেশনেত্রী অত্যন্ত অসুস্থ। এ সরকার তিলে তিলে তাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। তার কিছু হলে এর দায়ভার সরকারকেই বহন করতে হবে।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) দুপুরে বরিশাল নগরীর ডিসি ঘাট সংলগ্ন একটি রেস্টুরেন্টে আয়োজিত ঝালকাঠি জেলা মহিলা দলের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আফরোজা আব্বাস বলেন, জেল দিয়ে জুলুম করা হচ্ছে। কিন্তু চিকিৎসা পাওয়াতো বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নাগরিক অধিকার। তিনি যে মামলায় জেলে আছেন, তা মিথ্যা মামলা। একই ধরনের মামলা সরকার প্রধানেরও ছিল। তারা বিশেষ আদালত তৈরি করে তাদের মামলাগুলো খারিজ করলো। আর বিএনপির মামলাগুলো বহাল রাখা হলো। মামলায় কারও ১৪ বছর, আবার কারও ১০ বছর সাজা দিলো। এটাতো হতে পারে না। আইন সবার জন্য সমান। তবে সরকারতো সেটা করছে না। আইন তাদের জন্য একরকম এবং বিএনপির জন্য অন্যরকম। আমরা সরকারের এ ধরনের কাজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তিনি আরও বলেন, আজ গণতন্ত্র পুরোপুরি হারিয়ে গেছে। স্বৈরাচারী সরকারের দমন-পীড়নের কারণে বাংলাদেশের গণতন্ত্রের সবদিক ধ্বংস হয়ে গেছে। ঝালকাঠি জেলা মহিলা দলের কর্মী সভা সকালে ঝালকাঠিতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সব আয়োজনও সম্পন্ন করা হয়েছিল। তবে কর্মীসভাকে বন্ধের জন্য সরকার ঝালকাঠির পুরো প্রশাসনকে লেলিয়ে দিয়েছে। কর্মীসভা বন্ধে যুবলীগ, ছাত্রলীগ নানা ধরনের প্রতিবন্ধকতার সৃষ্টি করেছে। এসব কারণে কর্মসূচির জায়গা পরিবর্তন করে ঝালকাঠি জেলা মহিলা দলের কর্মী সভা বরিশাল নগরীতে করতে হচ্ছে। এটা গণতন্ত্র ধ্বংসের আরেকটি উদাহরণ।

কর্মীসভা উদ্বোধন করেন বরিশাল বিভাগীয় টিম লিডার ও মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভানেত্রী জীবা আমিন আল গাজী। কর্মী সভায় আরও বক্তব্য দেন- কেন্দ্রীয় মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহম্মেদ, ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ হোসেন, সদস্য সচিব শাহাদাত হোসেন প্রমুখ।

পরে ৪১ সদস্য বিশিষ্ট ঝালকাঠি জেলা মহিলা দলের কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মতিয়া মাহফুজ জুয়েল ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এলিনা জামান লিজা।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com