দক্ষিণ চীন সাগরে আমেরিকার সঙ্গে জাপানের নৌ মহড়া

0

দক্ষিণ চীন সাগরে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের সঙ্গে নৌ মহড়ায় অংশ নিয়েছে জাপান।

জাপান সাগরে গত মাসে চীন ও রাশিয়া তিন দিনব্যাপী যৌথ মহড়া পরিচালনা করার পর দক্ষিণ চীন সাগরে জাপান ও আমেরিকার  মহড়া চালাল। খবর জাপান টাইমসের।

এ ঘটনায় চীনের সঙ্গে উত্তেজনা বেড়েছে দেশ দুটির।  জাপানের মেরিটাইম সেলফ ডিফেন্স ফোর্স এক বিবৃতিতে জানিয়েছে, মঙ্গলবার হেলিকপ্টারবাহী যুদ্ধজাহাজ জেএস কাগা এবং আমেরিকার দুটি প্যাট্রল এয়ারক্রাফটসহ মহড়ায় চারটি জাপানি এবং দুটি মার্কিন যুদ্ধজাহাজ অংশ নেয়।

এ মহড়া সোমবার শুরু হয়েছে এবং এতে মার্কিন নৌবাহিনীর দুটি ডেস্ট্রয়ার ইউএসএস মিলিয়াস এবং পি-৮এ মেরিটাইম প্যাট্রল এয়ারক্রাফট অংশ নেয়।

এসব জাহাজ জাপানের মেরিটাইম সেলফ ডিফেন্স ফোর্সের একটি সাবমেরিনকে লক্ষ্যবস্তু কল্পনা করে মহড়া চালায়।

জাপানি মেরিটাইম সেলফ ডিফেন্স ফোর্সের চিফ অব স্টাফ হিরোশি ইয়ামামুরা বলেন, এই মহড়ার মধ্য দিয়ে এ কথা পরিষ্কার করে দেওয়া হয়েছে যে, আমরা যে কোনো সমুদ্রসীমায় মহড়া পরিচালনা করতে পারি।

তবে দক্ষিণ চীন সাগরের বেশিরভাগ এলাকাকে চীন নিজের সীমানা বলে মনে করে। ফলে জাপান ও আমেরিকার এ মহড়া চীনকে ক্ষুব্ধ করে তুলছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com