২৪ ঘণ্টায় হাসপাতালে ১০৩ ডেঙ্গুরোগী, মৃত্যু একজনের

0

রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ১০৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে রাজধানী ঢাকার হাসপাতালে ৮৪ জন ও ঢাকার বাইরের হাসপাতালে ১৯ জন রোগী ভর্তি হন।

এছাড়া, সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৯৮ জনে।

এদিকে, বর্তমানে রাজধানীসহ সারাদেশে হাসপাতালে ভর্তি থাকা ডেঙ্গুরোগীর সংখ্যা ৫৪৯ জন। তাদের মধ্যে সরকারি হাসপাতালে ৪৩৫ জন ও বেসরকারি হাসপাতালে ১১৪ জন রোগী ভর্তি আছেন।

রাজধানীসহ সারাদেশে চলতি বছর এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ২৬ হাজার রোগী ভর্তি হন। তাদের মধ্যে ২৫ হাজার ৩৫৩ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

বুধবার (১৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ কামরুল কিবরিয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, নতুন করে হাসপাতালে মোট ভর্তি হওয়া ১০৩ জন ডেঙ্গুরোগীর মধ্যে রাজধানী ঢাকায় সরকারি হাসপাতালে ৩৬ জন ও বেসরকারি হাসপাতালে ৪৮ জন রোগী ভর্তি হন। এছাড়া ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি রয়েছেন ১৯ জন।

এছাড়া চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৭ নভেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৯৮ জনের মৃত্যু হয়। তার মধ্যে জুলাইয়ে ১২ জন, আগস্টে ৩৪ জন, সেপ্টেম্বরে ২৩ জন, অক্টোবরে ২২ জন এবং ১৬ নভেম্বর পর্যন্ত সাতজনের মৃত্যু হয়।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com