প্রয়োজনে যুক্তরাষ্ট্রকে ছাড়াই যৌথ সামরিক বাহিনী গড়ে তুলবে ইউরোপ
প্রয়োজনে যুক্তরাষ্ট্রকে ছাড়াই যৌথ সামরিক বাহিনী গড়ে তুলবে ইউরোপ। সম্প্রতি ইইউ রাষ্ট্রগুলোর পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রীরা ২০২৫ সালের মধ্যে এই বাহিনী গড়ে তোলার বিষয়ে একমত হয়েছেন। এর সদস্য সংখ্যা হবে ৫ হাজার। এরইমধ্যে ২৮ পৃষ্ঠার একটি খসড়া তৈরি করেছেন ইইউর পররাষ্ট্র বিষয়ক প্রধান জোসেপ বরেল৷ সোমবার ইইউ মন্ত্রীরা ব্রাসেলসে এই খসড়া নিয়ে প্রাথমিক আলোচনা করেন৷ তাতেই সিদ্ধান্ত হয়েছে, আগামী মার্চের মধ্যে খসড়াটি চূড়ান্ত করা হবে।
ডয়চে ভেলে জানিয়েছে, এই বাহিনীতে ইইউভুক্ত রাষ্ট্রগুলোর অংশগ্রহণ বাধ্যতামূলক নয়৷ তবে এই বাহিনী মোতায়েন করতে ঐকমত্যের প্রয়োজন হবে৷ ইইউ নেতারা দুই দশক আগে ৫০-৬০ হাজার সদস্যের একটি শক্তিশালী বাহিনী গঠন করতে একমত হলেও তা বাস্তবায়িত হয়নি৷ মূলত আসন্ন হুমকি মোকাবিলা এবং উদ্ধার মিশন বাস্তবায়ন করতেই এই বাহিনী গঠন করা হচ্ছে।