প্রয়োজনে যুক্তরাষ্ট্রকে ছাড়াই যৌথ সামরিক বাহিনী গড়ে তুলবে ইউরোপ

0

প্রয়োজনে যুক্তরাষ্ট্রকে ছাড়াই যৌথ সামরিক বাহিনী গড়ে তুলবে ইউরোপ। সম্প্রতি ইইউ রাষ্ট্রগুলোর পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রীরা ২০২৫ সালের মধ্যে এই বাহিনী গড়ে তোলার বিষয়ে একমত হয়েছেন। এর সদস্য সংখ্যা হবে ৫ হাজার। এরইমধ্যে ২৮ পৃষ্ঠার একটি খসড়া তৈরি করেছেন ইইউর পররাষ্ট্র বিষয়ক প্রধান জোসেপ বরেল৷ সোমবার ইইউ মন্ত্রীরা ব্রাসেলসে এই খসড়া নিয়ে প্রাথমিক আলোচনা করেন৷ তাতেই সিদ্ধান্ত হয়েছে, আগামী মার্চের মধ্যে খসড়াটি চূড়ান্ত করা হবে।

ডয়চে ভেলে জানিয়েছে, এই বাহিনীতে ইইউভুক্ত রাষ্ট্রগুলোর অংশগ্রহণ বাধ্যতামূলক নয়৷ তবে এই বাহিনী মোতায়েন করতে ঐকমত্যের প্রয়োজন হবে৷ ইইউ নেতারা দুই দশক আগে ৫০-৬০ হাজার সদস্যের একটি শক্তিশালী বাহিনী গঠন করতে একমত হলেও তা বাস্তবায়িত হয়নি৷ মূলত আসন্ন হুমকি মোকাবিলা এবং উদ্ধার মিশন বাস্তবায়ন করতেই এই বাহিনী গঠন করা হচ্ছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com