আজারবাইজানের ওপর ক্ষেপে গিয়ে নিজেদের প্রতিরক্ষামন্ত্রীকে বরখাস্ত করল আর্মেনিয়া
আজারবাইজানের সেনা সদস্যরা দুই দেশের সীমান্ত লঙ্ঘন করেছেন- এমন অভিযোগ তুলে নিজ দেশের প্রতিরক্ষামন্ত্রীকে বরখাস্ত করেছেন আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান।
সোমবার (১৫ নভেম্বর) রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স এর খবরে এ তথ্য জানা গেছে।
কী পরিমাণ আজেরি সেনা সীমান্ত লঙ্ঘন করেছিল সে বিষয়ে কিছু জানাননি আর্মেনিয়ার প্রধানমন্ত্রী। তবে নিরাপত্তা কাউন্সিলের এক বৈঠকে তিনি বলেছেন, এই ঘটনায় প্রতিরক্ষামন্ত্রীকে বরখাস্ত করেছেন তিনি।
গত বছর ৪৪ দিন ধরে লড়াই করে আজারবাইজানের কাছে শোচনীয়ভাবে পরাজিত হয় দখলদার আর্মেনিয়া।