ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা অন্যায়: তুরস্ক
ইরানের বিরুদ্ধে চলমান একতরফা মার্কিন নিষেধাজ্ঞাকে অন্যায় বলে মন্তব্য করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু। তিনি ইরান সফরে গিয়ে বলেন, ‘পরমাণু সমঝোতা থেকে আমেরিকা বের হয়ে যাওয়ার পর তেহরানের বিরুদ্ধে একতরফা যে সমস্ত ব্যবস্থা নিয়েছে সেগুলো আমেরিকাকে অবসান করতে হবে।’
সোমবার ইরানি পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ানের সঙ্গে তেহরানে এক যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী।
তুর্কি পররাষ্ট্রমন্ত্রী ২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতা থেকে যারা বের হয়ে গেছে তাদের আনুষ্ঠানিকভাবে এই সমঝোতায় ফিরে আসার আহ্বান জানান। এ কথার মধ্য দিয়ে তিনি মূলত আমেরিকার প্রতি ইঙ্গিত করেছেন। একইসঙ্গে তেহরানের ওপর থেকে সমস্ত নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথাও বলেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী।
তুরস্কের এই শীর্ষ কূটনীতিক আশা করেন, ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে আগামী ২৯ অক্টোবর অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অনুষ্ঠেয় আলোচনা সফল হবে। সূত্র: পার্সটুডে