তুরস্কে যাচ্ছেন আরব আমিরাতের সেই বিতর্কিত যুবরাজ
আগামী সপ্তাহে তুরস্ক সফরে যাচ্ছেন সংযুক্ত আরব আমিরাতের বিতর্কিত যুবরাজ মুহাম্মদ বিন জায়েদ (এমবিজেড)।
তুরস্কের কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানায় ডেইলি সাবাহ।
খবরে বলা হয়, তুরস্কে দশ বছরের মধ্যে এটি হতে যাচ্ছে আরব আমিরাতের যুবরাজের প্রথম সফর।
ধারণা করা হচ্ছে, আমিরাতের যুবরাজ ২৪ নভেম্বর তুরস্কে যাবেন। তুরস্ক ও আরব আমিরাত গত গ্রীষ্মে নিজেদের সম্পর্ক বাড়াতে চায় বলে জানানোর পর এ সফর প্রতীকী টার্নিং পয়েন্ট হতে পারে।
আঙ্কারা ২০১৬ সালে ব্যর্থ অভ্যুত্থানে অর্থায়ন ও লিবিয়ায় তুরস্কের স্বার্থ ক্ষুণ্ন করার অভিযোগ এনেছিল আরব আমিরাতের বিরুদ্ধে। এর মধ্যে তুরস্কের কর্মকর্তারা আরব আমিরাতের যুবরাজের পরিকল্পিত তুরস্ক সফরকে ‘নতুন যুগের শুরু’ বলে বর্ণনা করেছেন।
আমিরাতের যুবরাজের তুরস্ক সফর সম্পর্কে অবগত একটি সূত্র জানায়, সম্প্রতি দেশীয় প্রযুক্তির মাধ্যমে অস্ত্র উৎপাদনে তুরস্কের ক্রমবর্ধমান উন্নতি আঙ্কারার প্রতি আরব আমিরাতের আগ্রহ বেড়ে যাওয়ার অন্যতম কারণ।
আবুধাবি বিনিয়োগ কর্তৃপক্ষ এবং আমিরাতের অন্যান্য কোম্পানি তুরস্কের স্বাস্থ্য খাত, ফিনটেক এবং বিভিন্ন খাত নিয়ে আগ্রহী।
মুহাম্মদ বিন জায়েদের এ সফরে তুরস্ক ও আরব আমিরাতের সম্পর্ক এবং আঞ্চলিক বিষয়গুলো প্রাধান্য পাবে বলে ধারণা করা হচ্ছে।