তেলের দাম আরও বাড়ানোর প্রস্তাব নাকচ করলেন ইমরান খান

0

পাকিস্তানে জ্বালানি তেলের দাম আরও বাড়ানোর প্রস্তাব নাকচ করে দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। সোমবার (১৫ নভেম্বর) সংশ্লিষ্ট সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে স্থানীয় টেলিভিশন নেটওয়ার্ক জিও।

সূত্র জিও নিউজকে জানিয়েছে, এদিন পাকিস্তানের তেল ও গ্যাস নীতিনির্ধারণী কর্তৃপক্ষ (ওজিআরএ) পেট্রোলিয়াম পণ্যের দাম বাড়িয়ে সংশোধিত একটি মূল্যতালিকা প্রধানমন্ত্রীর কাছে পাঠান। তবে সেই প্রস্তাবে সায় দেননি ইমরান খান।

এর আগে, অর্থনৈতিক সংকট কাটানোর কথা বলে গত ৪ নভেম্বর রাত থেকে পাকিস্তানে পেট্রোলিয়াম পণ্যের দাম লিটারপ্রতি প্রায় আট রুপি বাড়ায় পাকিস্তান সরকার। এর জেরে ইমরান খানের পদত্যাগের দাবি তোলেন বিরোধীরা।

এরপরও ব্যাপক মূল্যস্ফীতি ও অর্থনৈতিক সংকটের কারণে তেলের দাম আরও বাড়ানোর সুপারিশ করেছিল ওজিআরএ। তবে এবার সেই প্রস্তাব নাকচ করে দিয়েছেন ইমরান খান।

ফলে দাম না বাড়ায় আগের দামেই তেল বিক্রি চলবে দেশটিতে। সেখানে বর্তমানে পেট্রলের দাম প্রতি লিটার ১৪৫ দশমিক ৮২ রুপি এবং ডিজেলের দাম ১৪২ দশমিক ৬২ রুপি। এছাড়া কেরোসিন বিক্রি হচ্ছে ১১৬ দশমিক ৫৩ রুপিতে এবং হালকা ডিজেল ১১৪ দশমিক ০৭ রুপিতে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com