‘বৈশ্বিক গ্যাং’ তুরস্কের গণতন্ত্রকে নস্যাতের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে: এরদোগান

0

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেছেন, ‘বৈশ্বিক গ্যাংয়ের’ হুমকি সত্ত্বেও তুরস্ক তার নিজের স্বাধীন প্রতিরক্ষা শিল্প গড়ে তুলেছে।

রোববার ইস্তাম্বুলে তুর্কি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অব পাবলিক সার্ভেন্টস ট্রেড ইউনিয়নসের এক সভায় এই কথা বলেন তিনি।

তুর্কি প্রেসিডেন্ট বলেন, ‘আমাদের প্রতিরক্ষা শিল্পকে আমরা প্রসারিত করে বিশ্বশক্তির কাতারে নিয়ে গেছি বৈশ্বিক গ্যাংয়ের হুমকি সত্ত্বেও। যারা আমাদেরকে তাদের ওপর নির্ভরশীল রাখতে চায়।’

এই প্রসঙ্গে তুর্কি ড্রোন ও সাঁজোয়া যানের কথা উল্লেখ করেন এরদোগান।

সভায় তিনি জোর দিয়ে বলেন, তুরস্কে অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড, অভ্যুত্থানের আওয়াজ ও রাজনৈতিক হানাহানির মাধ্যমে দেশের গণতন্ত্রকে নস্যাতের চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়েছে।

এরদোগান বলেন, ‘আমরা অভ্যন্তরীন বা বহির্গত কোনো প্রকার চাপের কাছে আত্মসমর্পন করবো না। অভ্যুত্থান ও সাংবিধানিক হস্তক্ষেপের হুমকি সত্ত্বেও আমাদের গণতন্ত্রকে আমরা শক্তিশালী করেছি।’

সূত্র : ইয়েনি শাফাক

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com