টিকা না নেওয়া ২০ লাখ মানুষের ওপর লকডাউনে জারি করছে অস্ট্রিয়া
করোনাভাইরাস প্রতিরোধী টিকা গ্রহণ না করা প্রায় ২০ লাখ মানুষের ওপর লডকাউন জারি করার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রিয়ার সরকার।
স্থানীয় সময় সোমবার (১৫ নভেম্বর) থেকে এ লকডাউন কার্যকর হচ্ছে।
লকডাউনের মধ্যে থাকা মানুষরা গুরুত্বপূর্ণ কোনো প্রয়োজন, যেমন কাজ বা খাবার কেনা ছাড়া বাড়ির বাইরে যেতে পারবেন না।
এ বিষয়ে অস্ট্রিয়ার চ্যান্সেলর আলেক্সান্ডার শ্যালেনবার্গ বলেন, আমরা এই পদক্ষেপকে হালকাভাবে নিচ্ছি না, এটির প্রয়োজনীয়তা রয়েছে। বাস্তবতা হলো আমরা এক-তৃতীয়াংশ জনগণকে বলছি যে, আপনারা নির্দিষ্ট কারণ ছাড়া নিজেদের অ্যাপার্টমেন্ট ত্যাগ করতে পারবেন না।
অস্ট্রিয়ার স্বাস্থ্যমন্ত্রী উলফগ্যাং মুকস্টেইন বলেন, নতুন এই বিধিনিষেধের আওতায় ১২ বছরের কম বয়সী শিশু ও সম্প্রতি করোনা থেকে সুস্থ হওয়া ব্যক্তিরা থাকছেন না।