টিকা না নেওয়া ২০ লাখ মানুষের ওপর লকডাউনে জারি করছে অস্ট্রিয়া

0

করোনাভাইরাস প্রতিরোধী টিকা গ্রহণ না করা প্রায় ২০ লাখ মানুষের ওপর লডকাউন জারি করার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রিয়ার সরকার।

স্থানীয় সময় সোমবার (১৫ নভেম্বর) থেকে এ লকডাউন কার্যকর হচ্ছে।

লকডাউনের মধ্যে থাকা মানুষরা গুরুত্বপূর্ণ কোনো প্রয়োজন, যেমন কাজ বা খাবার কেনা ছাড়া বাড়ির বাইরে যেতে পারবেন না।

এ বিষয়ে অস্ট্রিয়ার চ্যান্সেলর আলেক্সান্ডার শ্যালেনবার্গ বলেন, আমরা এই পদক্ষেপকে হালকাভাবে নিচ্ছি না, এটির প্রয়োজনীয়তা রয়েছে। বাস্তবতা হলো আমরা এক-তৃতীয়াংশ জনগণকে বলছি যে, আপনারা নির্দিষ্ট কারণ ছাড়া নিজেদের অ্যাপার্টমেন্ট ত্যাগ করতে পারবেন না।

অস্ট্রিয়ার স্বাস্থ্যমন্ত্রী উলফগ্যাং মুকস্টেইন বলেন, নতুন এই বিধিনিষেধের আওতায় ১২ বছরের কম বয়সী শিশু ও সম্প্রতি করোনা থেকে সুস্থ হওয়া ব্যক্তিরা থাকছেন না।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com