ইসলামাবাদের সঙ্গে টিটিপির আলোচনায় মধ্যস্থতা করবে আফগান সরকার
পাকিস্তান সরকারের সঙ্গে দেশটির তেহরিক-ই-তালেবান বা টিটিপির শান্তি আলোচনায় মধ্যস্থতা করবে আফগানিস্তান।
আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমির খান মুত্তাকি ইসলামাবাদ সফরকালে বলেছেন, পাকিস্তানে সংঘাতের অবসান ও নিরাপত্তা প্রতিষ্ঠিত হলে তাতে আঞ্চলিক সবগুলো দেশ উপকৃত হবে। পাকিস্তান সরকারের সঙ্গে টিটিপির শান্তি আলোচনায় আফগানিস্তানের তালেবান মধ্যস্থতা করলে অনেক ভালো ফল বেরিয়ে আসবে।
প্রায় দুই সপ্তাহ আগে প্রচারিত হয়েছিল যে, পাকিস্তান সরকার ও টিটিপির মধ্যে শান্তি আলোচনায় তালেবান স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজুদ্দিন হক্কানি মধ্যস্থতা করছেন এবং এই আলোচনা আফগানিস্তানের খোস্ত প্রদেশে অনুষ্ঠিত হচ্ছে।
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার পর টিটিপি’র ভাগ্য নির্ধারণ ইসলামাবাদের জন্য একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। তেহরিক-ই-তালেবান পাকিস্তান বা টিটিপি মূলত পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় পার্বত্য এলাকায় নিজেদের কার্যক্রম পরিচালনা করে।