বাইডেন-শি জিনপিং বৈঠক আজ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আজ সোমবার (১৫ নভেম্বর) বৈঠকে বসতে যাচ্ছেন। ভার্চুয়ালি এ বৈঠক অনুষ্ঠিত হবে। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলমান উত্তেজনা, প্রতিযোগিতা এবং সম্ভাব্য সহযোগিতার বিষয়ে আলোচনা হতে পারে এ বৈঠকে।
স্কটল্যান্ডের গ্লাসগোতে চলমান জলবায়ু সম্মেলন কপ২৬-এ কার্বন ডাই অক্সাইড নিঃসরণে কার্যকর পদক্ষেপ নিতে জাতিসংঘের অন্তর্ভূক্ত দেশগুলোর সঙ্গে একমত পোষণ করেছে যুক্তরাষ্ট্র ও চীন। এর পরপরই বাইডেন ও শি নিজপিংয়ের এ বৈঠক হতে যাচ্ছে।
কিন্তু তাইওয়ান ইস্যুতে এখনও পরাশক্তির এই দেশ দুটির মধ্যে এক ধরনের উত্তেজনা রয়েছে। এ ছাড়া দক্ষিণ চীন সাগর, হংকং ও জিনজিয়াং প্রদেশের ইস্যু নিয়েও ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এই বিষয়গুলো স্পষ্ট হতে পারে আজকের বৈঠকে।
যুক্তরাষ্ট্রের বিভিন্ন গণমাধ্যম বলছে, সাইবার নিরাপত্তা, বাণিজ্য ও পারমানবিক শক্তি সংশ্লিষ্ট বিষয়গুলো ঠাঁই পেতে পারে আলোচনার টেবিলে।
স্থানীয় সময় শুক্রবার ( ১২ নভেম্বর) হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জেন সাকি বৈঠকের বিষয়টি নিশ্চিত করে জানান, বাইডেন ও শি সোমবার সন্ধ্যায় আলোচনায় বসতে যাচ্ছেন। এতে প্রতিযোগিতামূলক ব্যবস্থার ক্ষেত্রে দুটি দেশের দায়িত্বশীল আচরণসহ সম্ভাব্য আগ্রহের বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে। জেন সাকি আরও বলেন, প্রেসিডেন্ট বাইডেন যুক্তরাষ্ট্রের ইচ্ছা, গুরুত্ব ও চীনের সঙ্গে উদ্বেগের বিষয়গুলো স্পষ্টভাবে তুলে ধরবেন।
সূত্র: বিবিসি