ভারতের এক নম্বর শত্রু পাকিস্তান নয়, বরং চীন
ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ (সিডিএস) জেনারেল বিপিন রাওয়াত বলেছেন, ভারতের এক নম্বর শত্রু পাকিস্তান নয়, বরং চীন।
শুক্রবার (১২ নভেম্বর) হিন্দি গণমাধ্যম ‘জনসত্তা’য় তিনি এ কথা বলেন।
চীন-পাকিস্তানকে উদ্দেশ্য করে ভারতের জেনারেল রাওয়াত বলেন, আগামী দিনগুলোতে ভারত দু’দিক থেকেই শত্রুদের মুখোমুখি হতে পারে।
গালওয়ান উপত্যকার ঘটনার পরে, ভারতীয় এবং চীনা সেনারা বেশ কয়েকবার মুখোমুখি হয়েছে। দু’দেশই সৈন্যদের এত কাছাকাছি আসতে বাধা দেওয়ার চেষ্টা করছে। আমাদের চেষ্টা থাকবে উভয় দেশের সেনাবাহিনী যেন ২০২০ সালের এপ্রিলের আগের অবস্থানে আসে।
তিনি বলেন, পূর্ব লাদাখের কিছু জায়গায় ডি-এস্কেলেশন প্রক্রিয়া ধীর গতিতে চলছে। সময় নেওয়ার কারণে, চীন ‘এলএসি’র অভ্যন্তরে স্থায়ী কাঠামো তৈরি করেছে। আমরা গালওয়ানের মতো ঘটনা বা এই জাতীয় কোনও দুঃসাহসের জবাব দিতে প্রস্তুত। চীন যদি আবার গালওয়ানের মতো কিছু করার দুঃসাহস দেখায়, তাহলে তার নিজের ভাষায় জবাব পাবে।