আরএসএস ও বিজেপি ভারতে হিন্দু ধর্মের নামে অরাজকতা শুরু করেছে: রাহুল গান্ধী

0

ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন, আরএসএস ও বিজেপি ভারতে হিন্দু ধর্মের নামে অরাজকতা শুরু করেছে। হিন্দু ধর্ম এবং হিন্দুত্বের মধ্যে পার্থক্য কী, তারা কি একই বিষয় হতে পারে? যদি তারা একই বিষয় হয় তবে তাদের একই নাম নয় কেন?

শুক্রবার (১২ নভেম্বর) কংগ্রেসের ডিজিটাল প্রচার অভিযান ‘জন জাগরণ অভিযান’-এর শুরু করার সময় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

রাহুল গান্ধী বলেন, হিন্দুত্ব ও হিন্দুধর্ম স্পষ্টতই ভিন্ন জিনিস। হিন্দু ধর্ম কি একজন শিখ বা মুসলিমকে মারধর করা শেখায়। কখনই নয়। কিন্তু হিন্দুত্ব তা শেখায়। বিজেপি ঠিক সেটাই শেখাচ্ছে।

তিনি বলেন, কংগ্রেসের মতাদর্শ বিজেপির ধর্মবিদ্বেষমূলক মনোভাবের আড়ালে চাপা পড়েছে, যা দেশের সংস্কৃতির জন্য রীতিমত ক্ষতিকর। আজ, আমরা পছন্দ করি বা না করি, আরএসএস এবং বিজেপির ঘৃণ্য মতাদর্শ কংগ্রেসের জাতীয়তাবাদী আদর্শকে ছাপিয়েছে। কারণ আমরা দেশে কখনও মানুষের ওপর মতাদর্শ জবরদস্তি চাপিয়ে দেওয়ার চেষ্টা করিনি।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com