লেবাননে গৃহযুদ্ধ বাধাতে চায় সৌদি আরব, দাবি হিজবুল্লাহ নেতার
লেবাননের সঙ্গে চলমান উত্তেজনা সৃষ্টি করে সৌদি আরব গৃহযুদ্ধ বাধাতে চায় বলে দাবি করেছেন সেখানের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ। গতকাল বৃহস্পতিবার হিজবুল্লাহর শহীদ দিবস উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় এই সতর্ক বার্তা দেন তিনি।
এই হিজবুল্লাহ নেতা আরও বলেন, সৌদি আরব নিজেকে লেবাননের জনগণের কাছে বন্ধু হিসেবে তুলে ধরতে চায় অথচ হিজবুল্লাহকে তারা সহ্য করতে পারে না। এটি বন্ধুর সাথে কেমন বন্ধুর কেমন আচরণ?
তিনি বলেন, সৌদি আরব লেবাননের সরকার এবং জনগণের বন্ধু হিসেবে নিজেকে দেখাতে চাইছে, অন্যদিকে লেবাননে তার মিত্রদেরকে হিজবুল্লাহর বিরুদ্ধে অবস্থান গ্রহণের জন্য চাপ সৃষ্টি করছে।
হাসান নাসরুল্লাহ আরও বলেন, ইয়েমেন যুদ্ধ বিষয়ক মন্তব্য করায় লেবাননের তথ্যমন্ত্রীকে পদত্যাগ করার জন্য সৌদি আরব যে চাপ সৃষ্টি করেছে তা লেবাননের বিরুদ্ধে লড়াইয়ের অংশ এবং রাজনৈতিক দল হিসেবে হিজবুল্লাহর বিরোধিতা করা হচ্ছে না বরং প্রতিরোধ আন্দোলনে সমর্থন দিচ্ছে। সূত্র : পার্সটুডে।