পাটগ্রামে বিএসএফের গুলিতে যুবক আহত

0

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নের শমসেরনগর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছোঁড়া রাবার বুলেটের আঘাতে বাংলাদেশি গরু পারাপারকারি যুবক শাহ আলম (৩০) আহত হয়েছে। রবিবার (৭ নভেম্বর) সকাল ৭টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সীমান্ত ও স্থানীয় সূত্র জানায়, শনিবার (৬ নভেম্বর) রাত সাড়ে ১১ টার সময় ৮৬৪ নম্বর মেইন পিলারের নিকট দিয়ে ভারতের ৫০ গজ ভেতরে ৪-৫ জন গরু পারাপারকারি প্রবেশ করে। এসময় বিএসএফের ১৬৯ রানীনগর ব্যাটালিয়নের চেনাকাটা ক্যাম্পের টহল দলের সদস্যরা তাদেরকে লক্ষ্য করে রাবার বুলেট ছুঁড়ে। এতে উপজেলার পাটগ্রাম পৌরসভার ৬ নং ওয়ার্ডের আলাউদ্দিন মুন্সির ছেলে শাহ আলমের(৩০) ডান চোখের নিচে আঘাত লেগে গুরুত্বর আহত হয়। তার সঙ্গীরা তাকে উদ্ধার করে প্রথমে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে যায়। এসময় কর্তব্যরত চিকিৎসক শাহ আলম তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তিনি বর্তমানে চিকিৎসাধীন আছেন।

৬১ বর্ডারগার্ড বাংলাদেশের (বিজিবি) শমসেরনগর কোম্পানি কমান্ডার সুবেদার খাইরুল আলম বলেন, এধরনের একটি ঘটনা ঘটেছে। তবে এখন পর্যন্ত  আমাদের কাছে কোনো অভিযোগ কেইউ করেনি। সঠিক তথ্য জানার চেষ্টা করছি।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com