সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশ গমন জরুরি: মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘‘ ডাক্তার সাহেবরা বার বার বলে আসছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মেডিক্যাল বোর্ড বলে আসছেন যে, তার যে মাল্টি ডিসিপ্লেনারী ডিজিস আছে এগুলোর পরিপূর্ণ চিকিৎসা এখানো করানোর কোনো এডভা্ন্স সেন্টার নাই। এজন্য তার পরিবারের পক্ষ থেকে দেশের বাইরে নিয়ে যাওয়ার জন্য আবেদন করা হয়েছিলো। দুর্ভাগ্য আমাদের যে আমরা এমন একটা দেশে বাস করি যে একটা সাবেক প্রধানমন্ত্রী তার সাধারণ মানুষের মতো চিকিৎসা পাওয়ার অধিকার আছে। তার এই অধিকারটুকু সরকার স্বীকার করে নাই। তাকে বাইরে যাওয়ার অনুমতি দেয়নি।
আমি আবার বলছি, সি নিডস এন এডভান্স ট্রিটম্যান ইন এ এডভান্স সেন্টার। এটা খুব প্রয়োজন। তার জন্যে আইনগত কোনো বাঁধা আছে বলে আমরা মনে করি না। কারণ সি ইজ এনটাইটেল টু বেইল। কেনো বেইল পাবেন না? এটা তার অধিকার, এটা কোনো দয়া নয়। কারণ এই ধরনের একটা মিথ্যা মামলা তার পরেও এই মামলায় তার জামিন পাওয়া তার অধিকার। সরকারের উচিত অবিলম্বে তাকে বিদেশে যাওয়ার সুযোগ দেয়ার। খালেদা জিয়ার উন্নত চিকিৎসা যদি না পায় তার জন্য সরকারকেই ‘একশ ভাগ’ দায়-দায়িত্ব বহন করতে হবে। ”
গতকাল সোমবার, অক্টোবর ২৫, ২০২১, বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন, মো আল মামুন উপস্থিত ছিলেন।