বিরোধ উপেক্ষা করে আমেরিকা যাচ্ছেন এরদোগান

0

বিরোধ উপেক্ষা করে আমেরিকা যাচ্ছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। ধারণা করা হচ্ছে মার্কিন মুল্লুকে আবারও সুসম্পর্ক তৈরির জন্য এমন সিদ্ধান্ত নিয়েছে এরদোগান।

এদিকে আমেরিকাও আফগানিস্তানে তুরস্কের ইতিবাচক ভূমিকা পালনের জন্য দেশটির কর্তৃপক্ষকে ধন্যবাদ দিয়েছে।

রোববার (১৯ সেপ্টেম্বর) আন্তর্জাতিক গনমাধ্যম আল-জাজিরায় এমন তথ্য প্রকাশিত হয়।

এ বছরের শুরুতে রাশিয়ার এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার দায়ে তুরস্ককে দোষারোপ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। পরে গত মাসে তালেবানরা আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর টুইটারে সুর পাল্টে ব্লিংকেন বলেন, তুরস্ক ছিল ন্যাটোর গুরুত্বপূর্ণ মিত্র এবং এ অঞ্চলে সবচেয়ে গুরুত্বপূর্ণ সহযোগী।

সূত্র : আল-জাজিরা

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com