স্ট্রোকের (Stock) লক্ষ্মণ

0

ডাঃ হাশিবুল হক: মস্তিষ্কে রক্ত ক্ষরণ কিংবা আঞ্চলিকভাবে রক্ত চলাচল বন্ধ হওয়া,এই দুই অবস্থাই স্ট্রোক এর আওতায় আসে।

রোগীর দু’অবস্থাতেই প্রায় একই ধরনের উপসর্গ থাকতে পারে।তবে রোগীর অবস্থা কতটা খারাপ তা নির্ভর করে মস্তিষ্কের অঞ্চলসমূহের কোন এলাকায় রক্ত চলাচলে ব্যাঘাত ঘটলো,কতোটা এলাকা ক্ষতিগ্রস্ত হলো তার উপর।

যেসব উপসর্গ দেখা যায়ঃ

® হঠাৎ কথা বলতে সমস্যা হওয়া,

® শরীরের যেকোন একপাশ অবশ লাগা বা

  অকেজো হওয়া,

® মুখ একদিকে বাঁকা হয়ে যাওয়া,

® শরীরের ভারসাম্য বজায় রাখতে না পারা,

® মাথাব্যাথা করা,

® চোখে ঘোলা লাগা বা অন্ধকার লাগা এক

  জিনিস দুইটা দেখা ইত্যাদি।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com