যারা সরকারে আছে প্রশাসন তাদের কথা শুনছে না: কর্নেল অলি

0

যারা সরকারে আছে প্রশাসন তাদের কথা শুনছে না জানিয়ে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম বলেছেন, নির্বাচিত সরকার না আসা পর্যন্ত সমস্যার সমাধান হবে না। একইসঙ্গে শেখ হাসিনার পদাঙ্ক অনুসরণ করে কোনো সরকার এলেও সমস্যা থেকেই যাবে।

গতকাল বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বৈলতলী ইউনিয়ন এলডিপি ও অঙ্গসংগঠনের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কর্নেল অলি আহমদ বলেন, থানায় পুলিশ আছে, কোনো কাজ করছে না। প্রশাসন আছে কিন্তু কাজ করছে না। যারা সরকারে আছে তাদের কথা শুনছে না।

ভোটাধিকার প্রয়োগে সতর্ক করে এলডিপি প্রেসিডেন্ট কর্নেল অলি আহমদ বলেন, আওয়ামী লীগ চলে গেছে, কিন্তু অন্যরা ডাকাতি করছে, চাঁদাবাজি করছে। তাহলে লাভটা কি? দেশে ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে, উপজেলা নির্বাচন হবে। ঠিকভাবে মেম্বার-চেয়ারম্যান বানাতে হবে। আবেগে নয়, বিবেককে কাজে লাগাতে হবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com