চীনকে ঠেকাতে নতুন জোট
বিশ্ব অর্থনীতির শীর্ষ দেশের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা চীন ক্রমেই এগিয়ে চলেছে উন্নতির দিকে। অর্থনীতির দিক থেকে যুক্তরাষ্ট্রকে যে কোনো সময় ছাড়িয়ে যেতে পারে চীন। তাই চীনের মোকাবিলায় নতুন জোট গঠন করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া।
কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
খবরে বলা হয়, বুধবার এ তিন দেশের নেতারা নতুন জোটের বিষয়টি জানান। এর সংক্ষিপ্ত রূপ—এইউকেইউএস।
এ নতুন জোট অস্ট্রেলিয়াকে পারমাণু শক্তিচালিত সাবমেরিন তৈরির যোগ্যতা অর্জনে সহযোগিতা করবে।
ভার্চুয়াল সভায় অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এ নতুন জোটকে তাদের সম্পর্ক জোরদারে ‘ঐতিহাসিক পদক্ষেপ’ হিসেবে উল্লেখ করেছেন।
হোয়াইট হাউস থেকে বাইডেন বলেন, আমরা সবাই ইন্দো-প্যাসিফিক অঞ্চলে দীর্ঘমেয়াদে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করার প্রয়োজনীয়তাকে স্বীকার করি।
তবে এ তিন দেশের নেতাদের কেউ-ই সভায় চীনকে মোকাবিলায় এ নতুন জোট গঠন করা হয়েছে কিনা, সে বিষয়ে কোনো কিছু বলেননি।
জোট গঠনের ঘোষণার পর এ পদক্ষেপের নিন্দা জানিয়ে ওয়াশিংটনের চীনা দূতাবাসের এক মুখপাত্র বলেন, এ তিন দেশের উচিত তাদের ‘স্নায়ুযুদ্ধের মানসিকতা এবং আদর্শগত কুসংস্কার’ পরিহার করা।