তালেবানদের বিরুদ্ধে যুদ্ধে প্রতিদিন ২৯ কোটি ডলার খরচ করেছে আমেরিকা
আফগানিস্তানে তালেবানদের বিরুদ্ধে যুদ্ধে এসে প্রতিদিন ২৯ কোটি ডলার খরচ করেছে আমেরিকা। দেশটিতে তারা যুদ্ধ করেছে মোট ৭৩০০ দিন। ফলে মোট খরচ হয়েছে প্রায় ২,১১,৭০০ (দুই লাখ এগার হাজার সাতশত) কোটি ডলার।
ব্রাউন ইউনিভার্সিটির কস্টস অব ওয়ার প্রজেক্টের সংকলিত এক রিপোর্টের বরাত দিয়ে এ খবর দিয়েছে সংবাদমাধ্যম ডন।
ওই রিপোর্টে দেখানো হয়েছে, কিভাবে আমেরিকা ২০ বছরের যুদ্ধে কমপক্ষে দুই লাখ কোটি ডলার খরচের খাত থেকে বেরিয়ে এসেছে সেনা প্রত্যাহারের মাধ্যমে।
জানা যায়, এই রিপোর্ট আমিরকার বড় বড় সংবাদ মাধ্যমের শিরোনাম হয়েছে।
এতে বলা হয়েছে, যুদ্ধে মার্কিন সরকারকে সহায়তাকারীদের পিছনেও এ অর্থ ব্যায় করা হয়েছে। এসব আফগান মার্কিন সেনাদের দোভাষী হিসেবে কাজ করেছেন। আর বিনিময়ে হয়ে গেছেন মিলিয়নিয়ার।
এই কন্ট্রাক্টে যারা যুক্ত হয়েছিলেন তাদের মধ্যে ব্যাপক হারে দুর্নীতি জেগে উঠেছিল। আর তা পুরো আফগানিস্তানকে গ্রাস করে।