কোনও হুমকি সহ্য করা হবে না: ইরান
ইরানের নিরাপত্তার জন্য কোনও হুমকি সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার সাপ্তাহিক সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ খাতিবজাদেহ এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
তিনি বলেন, ইরানের সীমান্তে এবং ইরাকে কয়েকজন সীমান্তরক্ষীকে হত্যার প্রতিক্রিয়ায় কয়েক দিন আগে ইরাকের কুর্দিস্তানে সন্ত্রাসী ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এই হামলা চালিয়েছে।
সাইয়্যেদ খাতিবজাদেহ বলেন, তেহরান সব সময় শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় চেষ্টা চালাচ্ছে। ইরাকের কর্মকর্তাদের বারবার বলা হয়েছে তারা যেন সন্ত্রাসীদেরকে তাদের ভূখণ্ড ব্যবহারের অনুমতি না দেন।
কয়েক দিন আগে আইআরজিসি ইরাকে বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী গোষ্ঠী হাদকা-র কয়েকটি ঘাঁটিতে হামলা চালায়। এরপর আইআরজিসি এক বিবৃতিতে জানায়, হাদকা গোষ্ঠীর সন্ত্রাসীরা কয়েক দিন পরই ইরানের ভেতরে সন্ত্রাসী হামলা চালানোর পরিকল্পনা করেছিল। এ বিষয়ে নিশ্চিত হওয়ার পর তাদের ওপর আঘাত হানা হয়েছে।