তালেবানের সাথে সংলাপ অব্যাহত রাখতে বিশ্বের প্রতি আহ্বান জানাল জাতিসংঘ

0

আফগানিস্তানের তালেবানদের সাথে সংলাপ অব্যাহত রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসঙ্ঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) এএফপিকে দেয়া এক সাক্ষাৎকারে এ আহ্বান জানান তিনি।

জাতিসঙ্ঘ মহাসচিব বলেন, আমাদের অবশ্যই তালেবানের সাথে সংলাপ বজায় রাখতে হবে। আফগান জনগোষ্ঠীর প্রতি সংহতির মানসিকতা নিয়ে সংলাপে সরাসরিভাবে আমাদের নীতিগুলো নিশ্চিত করতে হবে। আফগানিস্তানে ‘অর্থনৈতিক ধস’ বিশ্বকে অবশ্যই এড়াতে হবে।

গুতেরেস বলেন, তালেবান তাদের গঠিত সরকারের স্বীকৃতি, আর্থিক সহযোগিতা চেয়েছে ও নিষেধাজ্ঞা তুলে নেয়ার আহ্বান জানিয়েছে। আর এটি আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্দেশ্য সাধনের নিশ্চিত সুযোগ করে দেবে।

তিনি বলেন, আমাদের দায়িত্ব হচ্ছে অতিশয় ভোগান্তির মুখে পড়া লোকজনের প্রতি আমাদের সংহতির হাত বাড়িয়ে দেওয়া।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com