আমেরিকা আফগানে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে: রাশিয়া

0

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, আমেরিকা তার কথিত ‘গণতন্ত্র’কে আফগানিস্তানের ওপর চাপিয়ে দিতে গিয়ে দেশটিতে গোলযোগ ও বিশৃঙ্খলা সৃষ্টি করা ছাড়া আর কিছু দিতে পারেনি। এখন এই গোলযোগ থামানোর দায়িত্ব গোটা বিশ্বের কাধে চেপেছে।

১৩তম ব্রিক্স শীর্ষ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রুশ প্রেসেডেন্ট বলেন, বাইরে থেকে আফগানিস্তানের জনগণের ওপর বৈরি মূল্যবোধ চাপিয়ে দিতে গিয়ে দেশটিতে আজকের এই দুর্দশাগ্রস্ত পরিস্থিতি তৈরি করা হয়েছে। আর এ কাজ করার সময় আফগানিস্তানের ইতিহাস কিংবা দেশটির জনগণের কৃষ্টি, কালচার ও ঐতিহ্যকে সামান্যতম বিবেচনায় রাখেনি আমেরিকা।

পুতিন বলেন, এমন সময় আফগানিস্তানের ওপর পশ্চিমা মূল্যবোধ চাপিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে যখন জাতিসংঘ ঘোষণায় সুস্পষ্টভাবে বলা হয়েছে, বিশ্বের প্রতিটি দেশের সার্বভৌমত্বের প্রতি সম্মান জানাতে হবে এবং কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা যাবে না।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com