নব গঠিত তালেবান সরকারকে স্বাগত জানাল চীন
দীর্ঘ বিশ বছর যুদ্ধের পর আফগানিস্তানের নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান। ইতোমধ্যে নতুন সরকারও ঘোষণা করা হয়েছে। তালেবানকে নিয়ে বিভিন্ন দেশের বিভিন্ন মত থাকলেও দেশটির নব গঠিত সরকারকে স্বাগত জানিয়েছে চীন।
চীনা কর্তৃপক্ষ বলেছে, তালেবান কর্তৃপক্ষের নতুন সরকার গঠনের ফলে তিন সপ্তাহের অরাজক পরিস্থিতির অবসান হয়েছে। চীনা কর্তৃপক্ষ তালেবানের প্রতি আহ্বান জানিয়েছে যেন তারা দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করে এবং দেশ পুনর্গঠনে নিজেদের আত্মনিয়োগ করে।
এছাড়া আমেরিকান সেনা ও (পশ্চিমা বাহিনীর সহযোগিতাকারী) আফগানদের সরিয়ে নেয়ার বিষয়ে কঠোর সমালোচনা করেছে চীন। চীনের মতে আমেরিকার এ পদক্ষেপ ছিল বেপরোয়া ও অব্যস্থাপনায় পরিপূর্ণ। চীন মনে করে তালেবানের নতুন সরকার আফগানিস্তানে স্থিতিশীলতা নিয়ে আসবে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেছেন।
সূত্র: আল-জাজিরা