গোপনীয়তা নীতি ভঙ্গের দায়ে হোয়াটসঅ্যাপকে জরিমানা করলো তুরস্ক
গোপনীয়তা নীতি ভঙ্গের দায়ে হোয়াটসঅ্যাপকে ২ লক্ষ ৩৫ হাজার ডলার জরিমানা করেছে তুরস্ক।
দেশটির ব্যক্তিগত তথ্য সুরক্ষা কর্তৃপক্ষ কেভিকেকে জনপ্রিয় এই মেসেজিং অ্যাপকে জরিমানা করার ঘোষণা দেয়।
কেভিকেকের বক্তব্য থেকে জানা যায় তুরস্কের গোপনীয়তা রক্ষা বিষয়ক আইন ভঙ্গের দায়ে তারা বিশ্বব্যাপী জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপকে ১৯ লক্ষ ৫০ হাজার তুর্কী লিরা জরিমানা করেছে, যা প্রায় ২ লক্ষ ৩৫ হাজার মার্কিন ডলারের সমপরিমাণ।
জরিমানার পাশাপাশি তুরস্কের গোপনীয়তা রক্ষা আইন ও নীতিমালা অনুযায়ী হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষকে তাদের প্রাইভেসি পলিসি পরিবর্তনেরও আদেশ দেয় তারা।
এক্ষেত্রে তাদের ভাষ্য হলো, হোয়াটসঅ্যাপকে অবশ্যই তুর্কী আইন পরিপন্থী ব্যক্তিগত তথ্য প্রক্রিয়াকরণ এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
প্রসঙ্গত এর আগেও তুরস্ক প্রণীত নতুন সোশ্যাল মিডিয়া আইন লঙ্ঘনের দায়ে ফেসবুক, টুইটার ও ইন্সটাগ্রামের মতো বিশ্বের নামকরা সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলোকে জরিমানা করেছিলো আঙ্কারা। গত নভেম্বরে বিশ্ব মাতানো ওই ৩ কোম্পানিকে জরিমানার পরিমাণ ছিলো ১.১৮ মিলিয়ন ডলার।
সূত্র: মিডল ইস্ট মনিটর।