বিশ্বকে অবশ্যই আফগানিস্তানের পাশে থাকা উচিত: ইমরান খান

0

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, ‌আফগানিস্তানের শরণার্থী সংকট, মানবিক চাহিদা এবং অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিতের জন্য দেশটির সঙ্গে বিশ্বকে আরও বেশি যুক্ত থাকা প্রয়োজন।

শনিবার (৪ সেপ্টেম্বর) জাতিসংঘের মহাসচিব আন্তেনিও গুতেরেসের সঙ্গে টেলিফোনে আলাপকালে এ কথা বলেন তিনি।

ইমরান খান বলেন, বিশ্বকে অবশ্যই আফগানিস্তানের সঙ্গে যুক্ত থাকতে হবে। যুদ্ধবিধ্বস্ত এই দেশটির মানবিক চাহিদা ও প্রয়োজন নিরূপণ এবং অর্থনৈতিক সহায়তা ও স্থিতিশীলতা নিশ্চিতের মাধ্যমে শরণার্থী সংকট মোকাবিলা করতেই বিশ্বকে কাবুলে আরও বেশি করে যুক্ত থাকা প্রয়োজন।

ইমরান খান আরও বলেন, এ ধরনের পদক্ষেপের মাধ্যমেই কেবল আফগানিস্তানে নিরাপত্তা ফিরে আসবে এবং আফগান নাগরিকদের গণহারে দেশত্যাগের হিড়িক প্রতিরোধ করা যাবে। আর এর মাধ্যমেই আফগানিস্তানের শরণার্থী সংকটও সমাধান করা সম্ভব হবে।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর দফতর জানায়, ফোনালাপে আফগানিস্তানে শান্তি, স্থিতিশীলতা ও অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক সমাধান নিশ্চিতে জোর দেন ইমরান খান।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com