ভারতীয় বাহিনী কাশ্মীর নেতা গিলানীর লাশ ছিনিয়ে নেওয়ায় তীব্র নিন্দা ইমরানের

0

দখলদার ভারতীয় বাহিনী কাশ্মীরের স্বাধীকারকামী প্রখ্যাত নেতা সাইয়েদ আলী শাহ গিলানির ইন্তেকালের পর তার লাশ পরিবারের কাছ থেকে ছিনিয়ে নিয়ে গোপনে দাফন করায় তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

রোববার (৫ সেপ্টেম্বর) এক টুইট বার্তায় তিনি এই নিন্দা জানান।

ইমরান খান বলেন, কাশ্মীরের অন্যতম সম্মানিত ও আদর্শবাদী নেতা ৯২ বছর বয়সী সাইয়েদ আলী গিলানির লাশ ছিনিয়ে নেয়া এবং তার পরিবারের বিরুদ্ধে মামলা দেয়া নাৎসি অনুপ্রাণিত আরএসএস-বিজেপি সরকারের ফ্যাসিবাদের অধীন ভারতের আরেকটি লজ্জ্বাজনক উদাহরণ।

এর আগে গত বুধবার স্থানীয় সময় রাত সাড়ে ১০টায় সাইয়েদ আলী গিলানি কাশ্মীরের রাজধানী শ্রিনগরের হায়দারপোরায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

গিলানির মৃত্যুর পর বুধবার দিবাগত রাতে কাশ্মীরে দখলদার ভারতীয় পুলিশ তার লাশ ছিনিয়ে নিয়ে গোপনে দাফন কাজ সম্পন্ন করে।

পরিবার জানিয়েছে যে, গিলানির শেষ ইচ্ছা অনুসারে তাকে শ্রিনগরের ঈদগাহের কাছে মাজার-ই-শুহাদা কবরস্তানে দাফনের জন্য প্রস্তুতি নেয়া হলেও রাত সাড়ে তিনটায় সরকারি বাহিনী বাড়িতে এসে তার লাশ ছিনিয়ে নেয় এবং বাড়ির কাছে এক কবরস্তানে গোপনে দাফন করে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com