ইসরাইলে বন্দী ফিলিস্তিনীদের মুক্ত করতে হামাস চেষ্টা করছে: ইসমাইল হানিয়া
ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের কারাগারে বন্দী ফিলিস্তিনিদের মুক্ত করতে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস চেষ্টা করছে বলে জানিয়েছেন সংগঠনটির রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া।
শনিবার (৪ সেপ্টেম্বর) এক বিবৃতিতে তিনি এ তথ্য জানিয়েছেন বলে আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে।
জানা যায়, ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের কারাগার থেকে মুক্তি পাওয়ায় আনহার আল-দিককে ফোনে অভিনন্দন জানিয়েছেন ইসমাইল হানিয়া।
এ সময় তিনি বলেন, ইসরাইলের কারাগার থেকে সকল ফিলিস্তিনিকে মুক্ত করার জন্য হামাসের প্রচেষ্টা চলছে।
ইসমাইল হানিয়া বলেন, ইসরাইলের কারাগারে বন্দী ফিলিস্তিনিদের মুক্ত করার বিষয়টিকে হামাস ভীষণ গুরুত্ব দিচ্ছে। কারাবন্দী ফিলিস্তিনিরা অবিচল থাকার কারণে তাদের প্রশংসা করেন তিনি।
বৃহস্পতিবার ইসরাইলের সামরিক আদালত শর্ত সাপেক্ষে আনহার আল-দিককে মুক্তি দিয়েছে। মুক্তির সময় আনহার আল-দিক নয় মাসের গর্ভবতী ছিলেন।
ইসরাইলের ওফার সামরিক আদালত তাকে ১২ হাজার পাঁচ শ’ মার্কিন ডলারের বিনিময়ে জামিন দেয়। এখন তিনি গৃহবন্দী অবস্থায় তার পরিবারের সাথে আছেন।