দূতাবাস চালু ও তালেবানকে অর্থ সহায়তা করবে চীন
আফগানিস্তানে দূতাবাস চালু রাখার ও দেশটিতে তালেবানকে অর্থ সহায়তা করার বিষয়ে চীন প্রতিশ্রুতি দিয়েছে বলে জানিয়েছেন তালেবান মুখপাত্র সুহাইল শাহীন।
এক টুইট বার্তায় তিনি এ কথা জানিয়েছেন বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে।
সুহাইল শাহীন টুইট বার্তায় লেখেন, তালেবানের শীর্ষ নেতা আব্দুস সালাম হানাফি চীনের উপপররাষ্ট্রমন্ত্রী উ জিয়াংহাওয়ের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। উভয়পক্ষের মধ্যে বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে কথা হয়েছে। ‘চীনের উপপরাষ্ট্রমন্ত্রী বলেছেন, তারা কাবুলে তাদের দূতাবাস খোলা রাখবেন এবং অতীতের তুলনায় দুই দেশের মধ্যে সম্পর্ক আরও উন্নত হবে। আফগানিস্তান এ অঞ্চলের নিরাপত্তা এবং উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এদিকে আফগানিস্তান নিয়ে একটি বিবৃতি দিয়েছে চীন। বিবৃতিতে দেশটি বলেছে, তারা আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক নিশ্চিত করবে। পাশাপাশি দেশ গঠনে আফগানদের সহায়তা করবে তারা।