তালেবানের জয়ের পিছনে পাকিস্তানের হাত ছিল; গনির এমন দাবি প্রত্যাখ্যান করল আমেরিকা
তালেবানের পুরো আফগানিস্তান নিয়ন্ত্রণের পিছনে পাকিস্তানের হাত রয়েছে বলে মার্কিন মদদপুষ্ট কাবুলের সাবেক প্রেসিডেন্ট আশরাফ গনির দাবিকে প্রত্যাখ্যান করেছে আমেরিকা।
পেন্টাগনের তরফে বলে হয়েছে যে পাকিস্তানিরা তালেবানের কাবুল দখলে সরাসরি সহায়তা করেছে এমন কোনো নিশ্চত প্রমাণ মেলেনি।
এ বিষয়ে পেন্টাগনের প্রেস সেক্রেটারি জন কারবি বলেছেন, তালেবানের সহায়তায় পাকিস্তানিদের প্রত্যক্ষ সহায়তা রয়েছে এমন কোনো নিশ্চিত প্রমাণ আমাদের কাছে নেই।
তিনি বলেন, আমেরিকা আগেও বলেছে যে আফগান সীমান্তে নিরাপত্তা বজায় রাখতে পাকিস্তানেরও আগ্রহ রয়েছে। কারণ তালেবানের কার্যকলাপের স্বীকার পাকিস্তানও। এই পরিস্থিতিতে বিশ্বের যে প্রান্তেই থাকুক না কেন শান্তি কার্যকর করার চেষ্টা করা উচিত। একে অপরকে দোষারোপ না করে সহায়তা করা দরকার।