আফগানে মানবাধিকার লঙ্ঘনের দায়ে আমেরিকাকে জবাবদিহিতা করতে হবে: ইরান

0

ইরানের প্রেসিডেন্ট ইবরাহিম রায়িসি বলেছেন, যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে ভয়াবহ রকমের মানবাধিকার লঙ্ঘনের জন্য আমেরিকাকে অবশ্যই জবাবদিহিতার আওতায় আনতে হবে। মার্কিন হত্যা, নির্যাতন, দখলদারিত্ব এবং ধ্বংসযজ্ঞের কারণে আফগানিস্তানের বহু সংখ্যক নারী ও শিশু মর্মবেদনা বয়ে বেড়াচ্ছেন।

বুধবার (১ সেপ্টেম্বর) ইরানের মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকে তিনি এসব কথা বলেন।

ইরানের প্রেসিডেন্ট বলেন, গত ২০ বছর ধরে আফগানিস্তানে যা কিছু ঘটেছে তা একান্তই মার্কিনিদের মানবাধিকার লঙ্ঘনের নমুনা। এই সময়ে আফগানিস্তানে বহুসংখ্যক নারী ও শিশু হতাহত কিংবা পঙ্গু হয়েছেন।

তিনি বলেন, আমরা যদি শুধুমাত্র আফগানিস্তানের নারী ও শিশুদের হত্যা, আহত হওয়া কিংবা পঙ্গু হওয়ার ঘটনাকে বিবেচনায় নিই তাহলে দেখব যে, এই দেশটিতে মার্কিন বাহিনী কি ধরনের বিপর্যয় ঘটিয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com