সেনাবাহিনী গঠনে তালেবানকে সহায়তা করতে বিশ্বের প্রতি পাকিস্তানের আহ্বান

0

আফগানিস্তানে সেনাবাহিনী গঠনে তালেবানকে সহায়তা করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে পাকিস্তান।

দ্রুততম সময়ের মধ্যে তালেবানের আফগানিস্তান নিয়ন্ত্রণ ও মার্কিন বাহিনী প্রত্যাহারের পর দেশটিতে সেনাবাহিনী পুনর্গঠন জরুরি বলে মনে করে পাকিস্তান।

পাকিস্তান সরকারের জ্যেষ্ঠ এক কর্মকর্তা রয়টার্সকে বলেন, আগামী দুই/তিন মাস খুবই সংকটপূর্ণ। এমতাবস্থায় আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে হামলার বৃদ্ধির আশঙ্কা দেখা দিয়েছে।

তিনি বলেন, আফগানিস্তানে নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী পুনর্গঠনে তালেবানকে সহায়তা করার জন্য আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছি।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com