সেনাবাহিনী গঠনে তালেবানকে সহায়তা করতে বিশ্বের প্রতি পাকিস্তানের আহ্বান
আফগানিস্তানে সেনাবাহিনী গঠনে তালেবানকে সহায়তা করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে পাকিস্তান।
দ্রুততম সময়ের মধ্যে তালেবানের আফগানিস্তান নিয়ন্ত্রণ ও মার্কিন বাহিনী প্রত্যাহারের পর দেশটিতে সেনাবাহিনী পুনর্গঠন জরুরি বলে মনে করে পাকিস্তান।
পাকিস্তান সরকারের জ্যেষ্ঠ এক কর্মকর্তা রয়টার্সকে বলেন, আগামী দুই/তিন মাস খুবই সংকটপূর্ণ। এমতাবস্থায় আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে হামলার বৃদ্ধির আশঙ্কা দেখা দিয়েছে।
তিনি বলেন, আফগানিস্তানে নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী পুনর্গঠনে তালেবানকে সহায়তা করার জন্য আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছি।