প্রয়োজনে অন্য দেশে ঢুকে উগ্রবাদী খতম করব: পাকিস্তানকে খোঁচা ভারতের

0

সন্ত্রাসবাদকে কোনোভাবেই প্রশ্রয় নয়। প্রয়োজনে অন্য দেশে ঢুকে উগ্রবাদীদেরকে খতম করবে ভারত। রোববার তামিলনাড়ুর ওয়েলিংটনে ডিফেন্স সার্ভিস স্টাফ কলেজের এক অনুষ্ঠানে এমনই হুঁশিয়ারি দিলেন দেশটির কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। সরাসরি নাম না করলেও তিনি পাকিস্তানকেই এই হুঁশিয়ারি দিয়েছেন বলে দেশটির গণমাধ্যমের খবরে উল্লেখ করা হয়েছে। একইসাথে বর্তমানে আফগানিস্তানের পরিস্থিতিতেও এ মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।

রাজনাথের ভাষ্য, দু’বার যুদ্ধ‌ে হেরেছে। তারপরেও এক প্রতিবেশী দেশ (পাকিস্তান) ছায়াযুদ্ধ চালিয়ে যাচ্ছে। উগ্রবাদীদের প্রশিক্ষণ দিয়ে, অর্থ সাহায্য করে ভারতকে বারবার টার্গেট করছে তারা। সন্ত্রাস যেন তাদের রাষ্ট্রনীতির অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে গেছে বলেও মন্তব্য ভারতীয় প্রতিরক্ষামন্ত্রীর।

রাজনাথ বলেন, সন্ত্রাসবাদকে দেশ থেকে সমূলে উৎপাটন করার কাজ শুরু হয়েছে। দেশের নিরাপত্তার সাথে কোনোভাবেই আপস করা হবে না। ভারতে সন্ত্রাস পাচার করে কেউ যদি শান্তি বিঘ্নিত করার চেষ্টা করে, তাদের ছেড়ে কথা বলা হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন রাজনাথ। এরপরই ভারতের প্রতিরক্ষামন্ত্রী মন্তব্য, প্রয়োজনে অন্য দেশে ঢুকে উগ্রবাদীদের খতম করব। সন্ত্রাসবাদ প্রসঙ্গে বলতে গিয়ে বালাকোটে সার্জিক্যাল স্ট্রাইকের উদাহরণও টানেন রাজনাথ।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com