বিজেপি সরকার তাণ্ডবের সরকার, দানবীয় সরকার, অমানবিক সরকার: মমতা
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেশটির কেন্দ্রীয় সরকারকে উদ্দেশ্য করে বলেছেন, বিজেপি সরকার তাণ্ডবের সরকার, দানবীয় সরকার, অমানবিক সরকার।
শনিবার (২৮ আগস্ট) তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এক ভার্চুয়াল সভায় এ কথা বলেন তিনি।
কেন্দ্রীয় সরকার ও বিজেপি’র উদ্দেশ্যে মমতা বলেন, তুমি যদি একটা আঙুল দেখাও, তোমার জন্য দশটা আঙুল রেডি আছে। আমি কিন্তু আজ পর্যন্ত প্রতিশোধমূলক পদক্ষেপ গ্রহণ করিনি। তোমাদের নেতারা অনেকে নারীঘটিত কাণ্ডে জড়িয়ে পড়েছে কিন্তু আমি আজ পর্যন্ত কাউকে গ্রেফতার করিনি। আজ পর্যন্ত আমি কারও বিরুদ্ধে কোনও কিছু করিনি।
মমতা আরও বলেন, যারা মানুষকে ভালবাসে না, যারা মানুষকে পেশিশক্তি নিয়োগ করে মানুষের কণ্ঠরোধ করে, তারা আজকে সারা দেশকে বিক্রি করে দেওয়ার চেষ্টা করছে। আজকে দেশের রেল ষ্টেশন বলুন, পোষ্ট অফিস বলুন, বীমা বলুন, ব্যাঙ্ক বলুন, এয়ারপোর্ট বলুন, পাবলিক সেক্টর বলুন, সব নাকি বিক্রি করে দেবে! দেশের মাটি কখনও বিক্রি করা যায়? এগুলো বিক্রি করার মানে কী?