আমার প্রশাসনের সময় তালেবান সম্পূর্ণ নিয়ন্ত্রণে ছিল: ট্রাম্প
আফগানিস্তানের রাজধানী কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে জোড়া আত্মঘাতী বোমা হামলার ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দুর্বলতাকে দায়ী করেছেন আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, কাবুলের অরাজকতা ঠেকাতে বাইডেন কিছুই করতে পারেনি।
বৃহস্পতিবার (২৬ আগস্ট) দেশটির সংবাদমাধ্যম ফক্স নিউজকে এক সাক্ষাতকারে তিনি বলেন, তারা (তালেবান) ক্ষমতা দখল করে নেয়, তারপর আমরা পালিয়ে যাই। ফলে আমাদের মহান আমেরিকা এবং যোদ্ধাদের ভাবমূর্তি নষ্ট হয়েছে। তাদের একজন শীর্ষস্থানীয় নেতৃত্ব প্রয়োজন, যা নেই।
ট্রাম্প আরও বলেন, কাবুলের পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে। কিন্তু আমার প্রশাসনের সময় তালেবান সম্পূর্ণ নিয়ন্ত্রণে ছিল।
তিনি বলেন, সেনা প্রত্যাহারে তাড়াহুড়োর বিষয়টি আমেরিকার ইতিহাসে সবচেয়ে বোকামি সিদ্ধান্ত ছিল। আমাদের এমন কর্মকাণ্ড পুরো বিশ্ব দেখছে। আমরা দুর্বল। আমরা এমন লোকদের দ্বারা পরিচালিত হচ্ছি যে, তারা কি করছে নিজেরাই জানে না।