আফগানিস্তানে পরাজয়ের জন্য শোক প্রকাশ করছে ভারত: পাকিস্তান
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ বলেছেন, আফগানিস্তানে পরাজয়ের জন্য শোক প্রকাশ করছে ভারত।
তিনি বলেন, পাকিস্তান আফগানিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে না। ভারত পরাজয়ের মুখোমুখি হয়েছে এবং আফগানিস্তানে তার পরাজয়ের জন্য শোক প্রকাশ করছে।
বুধবার (২৫ আগস্ট) ইসলামাবাদে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পাকিস্তান আফগানিস্তানে শান্তি চায়, কারণ এটি সমগ্র অঞ্চলের সমৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, তালেবানরা কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর পাকিস্তানের ওপর শরণার্থীদের কোনো বোঝা নেই। ব্যবসায়িক কার্যকলাপ ৬৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আফগানিস্তানের সঙ্গে সব বাণিজ্যিক রুট চালু আছে।