দুর্নীতিগ্রস্ত হওয়ায় সরকারের পক্ষে যুদ্ধ করেনি আফগান সেনারা: পাক প্রধানমন্ত্রী ইমরান

0

মার্কিন মদদপুষ্ট আফগানিস্তানের সদ্য ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আশরাফ গনির সরকার ছিল দুর্নীতিগ্রস্ত। তাই তাকে রক্ষার জন্য তিন লাখ সেনা সদস্য ও আকাশপথে সাপোর্ট সত্ত্বেও তালেবানদের বিরুদ্ধে যুদ্ধ করেনি দেশটির সেনাবাহিনী। কারণ, তারা চায় নি একটি দুর্নীতিবাজ সরকারের পক্ষে লড়াই করতে।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে কনভেনশন সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান।

ইমরান খান বলেন, আফগান জনগণ কাপুরুষ নন। তারা অত্যন্ত সাহসী। আফগানদের মতো অন্য কোনো দেশ স্বাধীনতার জন্য যুদ্ধ করেনি। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে তাদের ১০ লাখ মানুষ প্রাণ উৎসর্গ করেছেন।

তিনি তালেবানদের অধীনে আফগানিস্তানে একটি শান্তিপূর্ণ সরকার প্রতিষ্ঠায় আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান। সবার অংশগ্রহণে সরকার, নারীর অধিকার নিশ্চিত করা এবং সবার জন্য তালেবানদের সাধারণ ক্ষমা ঘোষণার প্রশংসা করেন ইমরান খান।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com