আফগানিস্তানে ব্যর্থতায় আমেরিকার জন্য অনেক শিক্ষা রয়েছে: রাশিয়া

0

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, আফগানিস্তানে ব্যর্থতায় মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য অনেক শিক্ষা রয়েছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হচ্ছে অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করে নিজের অভ্যন্তরীণ সমস্যার সমাধান করা, অন্যের ওপর জীবন প্রণালী চাপিয়ে দিতে হয় না।

ভিয়েনায় অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার শালেনবার্গের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।

রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা আফগানিস্তানের পাশাপাশি লিবিয়া, সিরিয়া ও ইরাকে দেখেছি আমেরিকা ঐসব দেশের নাগরিকদের ওপর নিজেদের পছন্দসই জীবন প্রণালী চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে। তাদের মতো করে জীবনযাপনে বাধ্য করতে চেয়েছে।

তিন বলেন, ঐসব দেশে মার্কিন পদক্ষেপের পর গোটা বিশ্বেই সন্ত্রাসী তৎপরতা বেড়ে গেছে। বেড়েছে মাদক উৎপাদনও। এছাড়া অভিবাসনের মতো সমস্যা আন্তর্জাতিক রূপ লাভ করেছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com