সরকার কেবল দুর্নীতি ও লুটপাটের টাকা ভাগ-বাটোয়ারা করার ক্ষেত্রেই গণতান্ত্রিক: সাকি

0

প্রধানমন্ত্রীর সম্মতি ছাড়া বাংলাদেশে কোনো কাজ হয় না, তাই বাংলাদেশের গুমখুনলুটপাটের দায়ও প্রকারান্তরে প্রধানমন্ত্রীকেই নিতে হবে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমম্বয়কারী জোনায়েদ সাকি।

গতকাল শুক্রবার (২৫ জুন) বিকেলে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে গণসংহতি আন্দোলন ঢাকা মহানগর কমিটির উদ্যোগে বিক্ষোভ সমাবেশে তিনি কথা বলেন।

জোনায়েদ সাকি বলেন, সরকার কেবল চুরিদুর্নীতি লুটপাটের টাকা উপরতলা থেকে নিচতলা পর্যন্ত ভাগবাটোয়ারা করার ক্ষেত্রে গণতান্ত্রিক! কিন্তু জনগণের ভোটাধিকার, স্বাস্থ্যসেবাসহ যাবতীয় নাগরিক অধিকার রক্ষায় চূড়ান্তভাবে ব্যর্থ এবং চরমভাবে গণবিরোধী। প্রধানমন্ত্রীর সম্মতি ছাড়া বাংলাদেশে কোনো কাজ হয় না।

তাই বাংলাদেশের গুমখুনলুটপাটের দায়ও প্রকারান্তরে প্রধানমন্ত্রীকেই নিতে হবে।

এছাড়াও সমাবেশ থেকে নেতৃবৃন্দ অবিলম্বে ব্যাটারিচালিত রিকশাভ্যান বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার এবং করোনা মহামারিতে জনগণকে গণটিকার ব্যবস্থা করার দাবি জানান।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com