কাউন্সিলর খন্দকার খোরশেদ এর মানবিক কার্যক্রম অব্যাহত

0

দেশেরগণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতেও করোনাহিরো হিসেবে পরিচিতি পাওয়া বিএনপি দলীয় কাউন্সিলর যুবদল নেতা কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ এর উদ্যোগেটিম খোরশেদকরোনাভাইরাস মহামারির শুরু থেকে এখন দ্বিতীয় বর্ষে এসেও অবিরাম নিখরচায় অক্সিজেন, এম্বুলেন্স, প্লাজমা, টেলিমেডিসিন সার্পোট দাফন সৎকার চালিয়ে যাচ্ছেন।

মাকসুদুল আলম খন্দকার খোরশেদ নেতৃত্বে টিম খোরশেদ গত বছর করোনার শুরু থেকেই মার্চ , ২০২০ থেকে সচেতনতা মূললিফলেট মাস্ক বিতরণ, স্যানিটাইজার তৈরী বিতরণ, প্রথম লকডাউনে হাজার পরিবার চলতি বছরে হাজার পরিবারকে খাদ্য সহায়তা, এপর্যন্ত ২০৬ জন করোনাভাইরাস আক্রান্ত মৃতদেহ দাফন সৎকার, প্রায় ১৫ হাজার মানুষকে টেলিমেডিসিন সেবা প্রদান, ৪০৬ জন করোনাভাইরাস আক্রান্তকে নিখরচায় অক্সিজেন সার্পোট, ১১১ জনকে নিখরচায় প্লাজমা ডোনেশন, ১০২ জনকে নিখরচায় এম্বুলেন্স সার্পোটসহ দরিদ্র জনগোষ্ঠীর পুষ্টি চাহিদা পূরনে বিনামূল্যে ১০ টন সবজী ৪০হাজার ডিম বিতরণ, শিক্ষা সহায়তা প্রদান, কর্মহীন হয়ে পরা মানুষকে সেলাই মেশিন প্রদানসহ বিভিন্ন পজিটিভ কাজ করেযাচ্ছেন।

টিম খোরশেদনারায়নগঞ্জের বিভিন্ন থানা এলাকা ছাড়াও রাজধানী ঢাকা, গাজীপুর, মুন্সিগঞ্জের বিভিন্ন থানা এলাকা, ব্রাহ্মণবাড়ীয়া, কুমিল্লা কক্সবাজার জেলায়ও করোনা আক্রান্ত মৃতদেহ দাফন সম্পন্ন করেন তারা।

এবিষয়ে কাউন্সিলর খোরশেদ বলেন, মহান আল্লাহর কাছে আমি শুকরিয়া আদায় করতে চাই। আল্লাহ আমাদের মানুষের জন্যকাজ করে যাওয়ার তৈফিক দান করেছেন। আমরা আমাদের সীমিত সামর্থ্য নিয়ে আমাদের শুভাকাঙ্ক্ষীদের সহায়তায় এইপর্যন্ত আসতে পেরেছি। করোনার বিরুদ্ধে এই যুদ্ধে আমরা শেষ পর্যন্ত মাঠে থাকবো ইনশাআল্লাহ।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com