লকডাউনে ত্রাণ ও রেশনের দাবিতে রিকশা শ্রমিকদের বিক্ষোভ

0

লকডাউনে ত্রাণ রেশনের দাবিতে বরিশাল নগরীতে রিকশা মিছিল বের করা হয়। নগরীর বঙ্গবন্ধু উদ্যান থেকে শনিবার (১৭) এপ্রিল বেলা ১১টায় শ্রমিকদের নিয়ে এই মিছিল বের করে বাসদ বরিশাল জেলা কমিটি।

এসময় শ্রমিকরা বলেন, গেল বছরের লকডাউনের সময় তারা অল্প ত্রাণ পেয়েছিলেন। তবে এবার ত্রাণই দেওয়া হচ্ছে না। এখনতাদের বাঁচার প্রয়োজনে রিকশা নিয়ে বের হলে প্রশাসনের বাধার সম্মুখিন হতে হয়। জন্য ত্রাণ রেশনের দাবিতে তারা আন্দোলনে নেমেছেন।

জেলা বাসদের সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী জানান, লকডাউনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছে দিন মজুরেরা। তাদের জন্য সরকার ত্রাণ রেশনের ব্যবস্থা না করেই লকডাউন দিয়েছে। যার কারণে এই লকডাউন কার্যকর হচ্ছে না।

শ্রমিকদের জন্য ত্রাণ রেশনের ন্যায় বিকল্প ব্যবস্থার দাবিতে এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেছেন বলে জানান তিনি।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com